দেবশ্রী-এক স্বর্গীয় অনুভূতি: পর্ব ১৬: খণ্ড: ৭

🔗 Original Chapter Link: https://chotimela.com/jhal-moshla/debosree-ek-shorgio-onubhuti-16-7/

🕰️ Posted on Thu Jan 06 2022 by ✍️ Jupiter10 (মৃত তারার গল্প।) (Profile)

📂 Category:
📖 1324 words / 6 min read
🏷️ Tags:

Parent
পরেরদিন সকাল সাড়ে সাতটার মধ্যে তৈরি হয়ে নিলাম। আজ গোয়ার কিছু পুরনো চার্চ, monuments এবং historical palaces দেখতে যাবো। মা,বাবাও তৈরি হয়ে নিয়েছে। আমি তাঁদের রুমের মধ্যে চেয়ারে বসেছিলাম। মা আলমারিতে সাঁটানো আয়নার মধ্যে নিজের মুখ দেখে নিচ্ছিল। আর বাবা বিছানায় বসে মোবাইল দেখছিল। কিছুক্ষণের মধ্যেই ওয়েটার চা দিয়ে গেলেন। ডাইনিং টেবিলের উপর রাখা ট্রের মধ্য থেকে একটা কাপ তুলে নিয়ে বাবা আমার দিকে এগিয়ে দিলো। আমি চায়ের কাপ এবং দুটো বিস্কুট নিয়ে খেতে লাগলাম। বাবা ওপর একটা কাপ নিয়ে মাকে দিলো। মা বাবার মুখের দিকে তাকিয়ে চায়ের কাপটা হাত বাড়িয়ে নিয়ে বলল, “তুমি নিলে না?” বাবা বলল, “হুম নিচ্ছি”। “আর গাড়ি কখন আসবে গো?” “এই তো ফোন করেছিলাম। ঢুকে পড়বে বোধয়”। আমি চা শেষ করে কাপটা ডাইনিং টেবিলের ট্রেতে রেখে দিলাম। বাবা মা চা খাচ্ছিল। এমন মুহূর্তে দরজায় টোকা পড়ল। আমি উঠে গিয়ে দেখলাম তিন্নির বাবা। “বাবু তোমাদের হয়ে গিয়েছে? নীচে গাড়ি চলে এসেছে”। “হ্যাঁ কাকু। আমরাও রেডি”। তিনি একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। বাবা মা চা শেষ করে উঠে পড়ল। বাবা চায়ের ট্রে টা রুমের বাইরে একটা স্ল্যাবের মধ্যে রেখে দিলেন। আমি বাইরে এসে দেখলাম তিন্নির বাবা তাঁদের রুমের দরজা লক করছেন। আর এইদিকে বাবাও আমার রুম এবং তাঁদের রুম লক করতে লাগলেন। মাকে দেখলাম মঞ্জু কাকিমার সঙ্গে কোনোরকম কথাবার্তা না বলেই সিঁড়ি দিয়ে নীচে নামতে লাগল। আমিও জোরে হাঁটা দিয়ে মায়ের সঙ্গে এগোতে লাগলাম। লক্ষ্য করার বিষয় মা আজকে বাবার দেওয়া দ্বিতীয় কুর্তিটা পরেছে। বেশ মানাচ্ছিল মাকে সেই পোশাকে। মাকে নতুন যেকোনো পোশাকেই বেশ সুন্দরী লাগে। আমি মায়ের তাকিয়ে তাঁর প্রশংসা করলাম, “যাক মা! আজ তুমি এই পোশাকটা পরেছ। খুব সুন্দরী লাগছে তোমাকে”। আমার কথা শুনে মা হাসল, “অন্য দিন সুন্দরী মনে হয়না বুঝি?” আমিও হাসলাম, “না মানে তা তো আমি বলিনি। তুমি তো এমনই সুন্দরী। আমি তোমার খুশি ভাবটার কথা বললাম। নতুন ধরণের পোশাক পরতে তোমার ভালো লাগে তাই বললাম”। মা আবার হাসল,“তোর বাবা কি নীচে নামছেন?” আমি উপর উঁকি মেরে দেখলাম, “হ্যাঁ বোধয়”। “আমরা একটু আগেই চলে এলাম। নীচে গিয়ে কিছুক্ষণ বসবো কেমন?” “হ্যাঁ মা তাই হবে”। আমরা নীচে নেমে রিসেপ্সন রুমে সোফায় গিয়ে বসলাম। “মা এখানে বেড়াতে এসে তোমার ভালো লাগছে তো?” মা মৃদু হেসে বলল, “হ্যাঁ! কেন রে?” “না মানে গতকাল তোমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল না? তাই বলছিলাম”। মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, “ওহ! ওইরকম ঝামেলা বিগত কুড়ি বছর ধরে যে কতবার হয়েছে তার হিসেব রেখেছি নাকি?” “বাবার প্রতি তুমি অসন্তুষ্ট তাই না?” মায়ের মুখে আশ্চর্যের ধ্বনি, “কে বলেছে?” “তাহলে বাবার সম্বন্ধে সবসময় তুমি অভিযোগ কেন করো?” আমাদের কথার মধ্যেই বাবারা এসে পড়লেন। বাবা হাসি মুখে ইশারায় হোটেলের কেয়ারটেকারকে “হাই” বললেন। মা তার দিকে তাকিয়ে, “চুপ কর। তোর বাবার আবার বেশি প্রশংসা হজম হয়না”। “মা…। বাবা তোমাকে খুব ভালোবাসে তাই না?” “হ্যাঁ রে খুবই…। একসময় প্রেমে পাগল ছিল তোর বাবা,আমার প্রতি”। “আর তুমি তাঁকে কতটা ভালোবাসো?” মা আমার কথা শুনে আবার হাসল, “ধুর পাগল! এটা আবার বলতে লাগে নাকি?” “তাও মা?” “যতটা তিনি ভালোবাসেন। ততটাই। বরং তার চেয়েও অনেক বেশি”। আমি গলা ঝাঁকড়ালাম, “আর আমায়?” মা আমাকে জড়িয়ে ধরল, “তুইই তো আমাদের ভালোবাসার স্মারক রে বাবুসোনা”। সত্যি কথা বলতে মায়ের এই কথা গুলো আমার হৃদয়কে নাড়িয়ে দিলো। হয়তো আমার প্রতি মায়ের ভালোবাসার কোন প্রমাণের প্রয়োজন হয়না। গাড়ির মধ্যে আমরা যে যার জায়গায় বসেছিলাম। সারা রাস্তা শুধু মায়ের সঙ্গে কথা বলেই পের করে দিলাম। আমি তিন্নিকে এড়িয়ে চলছিলাম। আর মা মঞ্জু কাকিমাকে। আজকে সব জায়গায় শুধু আমি আর মা একসঙ্গে ঘুরছিলাম। ওখানে যে সব দেখার জায়গা গুলো ছিল Our Lady of Remedios Church, Saviour of the World Church, St. Alex Church ইত্যাদির ইতিহাস আমি google থেকে বের করে মাকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম। মাও বেশ মনযোগ দিয়ে সবকিছু শুনছিল। Cabo de Rama Fort এ খুব ভিড় ছিল। বাবা আর সৌমিত্র কাকু ভেতরে যেতে চাইল না। বাইরেই তাঁরা দাঁড়িয়ে গল্প করছিলো আর ধূমপান করছিলো। তাই আমি আর মা ভেতরে গেলাম।সঙ্গে তিন্নি আর মঞ্জু কাকিমা। সেখানে খুব ভিড়ের কারণে আমি মায়ের পেছন দিকে দাঁড়িয়ে তাঁর দুই কাঁধে হাত রেখে এগিয়ে যাচ্ছিলাম। কেল্লার উপর থেকে দূরে পাহাড় এবং সমুদ্রের মেলবন্ধন অপূর্ব সুন্দর লাগছিলো। সঙ্গে পাতলা দমকা হাওয়া। প্রাকৃতিক সৌন্দর্যতা দেখে মায়ের মনও প্রফুল্লিত হয়ে উঠেছিল। কেল্লার দেওয়ালের ধারে দাঁড়িয়ে আমি আর মা মোবাইল ফোনে সেলফি তুলছিলাম।হটাৎ আমার খেয়াল এলো, তিন্নি আর মঞ্জু কাকিমা আমাদের দিকে কেমন ঈর্ষান্বিত ভাব নিয়ে তাকিয়ে দেখছিল। তিন্নির মুখের মধ্যে চাপা কষ্টের ছাপ এবং মঞ্জু কাকিমার মুখ যেন রেগে লাল। হয়তো তিন্নি তাঁর মাকে আমার বিষয়ে কিছু নালিশ জানিয়েছে অথবা মা তাঁকে এড়িয়ে চলছে বলে তাঁর রাগ হচ্ছে। এই সব কিছুর জন্যই তিন্নি দায়ি। ওর জন্যই আমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। কেল্লার চারিদিকে আমি আর মা একসঙ্গে ঘুরছিলাম। কারা কেমন মনোভাব নিয়ে আমাদের দেখছে তা নিয়ে মাথা ঘামাচ্ছিলাম না। কিন্তু মাঝেমধ্যেই আমার চোখ তাঁদের দিকে চলে যাচ্ছিলো।তাঁরা যেন আমাদের দুজনকেই এখানে দেখতে এসেছে। অন্তর্দাহ তাঁদের চোখে ধরা দিচ্ছিল। তবে মা এইসব থেকে বহুদূরে। সে বুঝতেও চায়না এবং জানতেও চায়না কোথায় কি হচ্ছে। স্বামী সন্তান ছাড়া তাঁর কাছে আর দ্বিতীয় জগৎ অধিষ্ঠান করে না।তিনি যেটা মনে করবেন, তিনি যেটা বুঝবেন, তিনি সেটাই করবেন। তিন্নির ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। আর মঞ্জু কাকিমার উপর রাগ হয়তো গতকালের। পতি পরমেশ্বর,পরস্ত্রীর সুনাম করে দিয়েছেন কিনা! ওমনিই অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তা বরের উপর তো আর রাগ বিস্ফোরণ করা যায়না।তাই নিমিত্তের সঙ্গে কথাবলা বন্ধ করে দিয়েছেন। কেল্লা পরিদর্শন করে এবার আমাদের সেখান থেকে বেরিয়ে আসার পালা। তখনই পেছন থেকে মঞ্জু কাকিমার গলার আওয়াজ পেলাম। তিন্নিকে বলছিলেন কথা গুলো। খুব সম্ববত আমাকে নিয়েই, “ছেলেটা বড্ড মা ঘেঁষা!! তুই কেমন ছেলে পছন্দ করেছিস রে?” কথাটা শুনে আমার একটু খারাপ লাগলেও। তোয়াক্কা করলাম না। ঠিকই তো বলেছেন তিনি। যাকগে!! মাকে বললাম, “মা তুমি ওদের সঙ্গে কথা বলছো না। ওরা খারাপ ভাবছে!” মা আমার কথার প্রতিক্রিয়া না দিয়ে মঞ্জু কাকিমার দিকে চলে গেলো, “অ্যায় মঞ্জু আখের রস খাবে?” মা ওদিকে চলে যেতেই ওদের মধ্যে কি কথোপকথন হল জানতে পারলাম না। বাবা আর সৌমিত্র কাকু লোহার পাইপ দেওয়া ব্যারিকেডের ধারে দাঁড়িয়ে ছিল। সৌমিত্র কাকু মা মঞ্জু কাকিমা আর তিন্নির দিকে এগিয়ে গেলেন। আমি বাবার কাছে গিয়ে বললাম, “কি বাবা তুমি প্রতিটা জায়গায় না গিয়ে এভাবে বাইরে দাঁড়িয়ে আছো??” বাবা আমার মুখের দিকে তাকিয়ে বলল, “তোর দিদাকে ফোন করেছিলাম রে…। তোর দাদা মশাইয়ের শরীর ভালো নেই”। কথাটা শোনা মাত্রই বুকটা আমার ধড়াস করে কেঁপে উঠল। মায়ের ডাক পেলাম আমি, “অ্যায় বাবু এই দিকে আয় তোরা?” একদিকে দাদাইয়ের শারীরিক অবস্থা ওপর দিকে মায়ের মুখভরা হাসি দুই তীরের মধ্যে আমি একলা পথিক। দাদাইয়ের কথা ভেবে মন খারাপ করছিল আমার।তার চেয়েও বেশি ভয় পাচ্ছিলাম মায়ের কথা ভেবে।দাদাইয়ের ব্যাপারটা জানলে কি হবে মায়ের। মা হয়তো এক্ষুনি বাড়ি ফিরে যেতে চায়বে।কাঁদতে শুরু করে দেবে। হুলুস্থুল মাতিয়ে রেখে দেবে। মায়ের দিকে হাত দেখিয়ে বাবার দিকে ফিরে তাকালাম, “মা জানে ব্যাপারটা?” “তোর মা জানলে immediate বাড়ি নিয়ে যেতে বলবে। আর এই মুহূর্তে এটা সম্ভব না”। “তাহলে কি হবে বাবা? দাদাইয়ের কি অবস্থা খুবই খারাপ?” বাবা হাফ ছাড়ল, “তাইতো মনে হচ্ছে রে বাবু। তবে তোর দিদা খোলসা করে কিছু বলছেন না। সেদিন, আমরা যেদিন এলাম এখানে। মনে পড়ে তোর দিদা ফোন করেছিলো?” “হ্যাঁ বাবা। মনে আছে আমার। দিদা মায়ের সঙ্গেও কথা বলেছিল”। “হ্যাঁ সেইদিনও তিনি কিছু বলতে চেয়েছিলেন। আমরা বেড়াতে যাচ্ছি শুনে চেপে গিয়েছিলেন”। “তাহলে কি করবে বাবা…?ওখান থেকে তো দুর্গাপুর কাছে পড়ে। শুনেছি নাকি সেখানেও চিকিৎসার ভালো ব্যবস্থা আছে”। বাবা আমার বিপরীতে ঘুরে দাঁড়ালো, “কি জানি? তবে হসপিটালে ভর্তি করার মতো অবস্থা হয়নি বোধয়। অথবা কি জানি…। সেখানে না গেলে, চোখে না দেখলে বুঝতে পারা মুশকিল”। “মাকে কি বলবে? কথাটা?” বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, “নাহ! এখন বললে অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। ফ্লাইট কেন্সেল করে নতুন ফ্লাইট পাওয়াও তো মুশকিল। এর চেয়ে বরং পঁচিশ তারিখে ফিরে গিয়ে ছাব্বিশ তারিখ সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো”। আমি আর কিছুই বললাম না। মনে মনে বাবার কথাতেই সাই দিলাম। বাবা আর আমি মা দের কাছে গিয়ে দাঁড়ালাম। “অ্যায় মঞ্জু জানতো গতকাল দু’বার স্নান করে আমার ভীষণ ঠাণ্ডা লেগে গিয়েছিলো। গলা ব্যাথা করছিলো। তাই তোমার সঙ্গে কথা বলতে পারিনি। কিছু মনে করো নি তো?” মায়ের কথায় মঞ্জু কাকিমা আঁখের রসের গ্লাসে চুমুক দিয়ে বলল, “হ্যাঁ আমিও বুঝতে পেরেছিলাম কিছুটা। এখনও তোমার গলাটা কেমন ধরা ধরা লাগছে। ওষুধ নিয়েছ তো?” “হ্যাঁ নিয়েছি!” মা আমার দিকে একটা গ্লাস বাড়িয়ে দিলো। মা আর মঞ্জু কাকিমার মধ্যে বনিবনা আবার আরম্ভ হলেও তিন্নির সঙ্গে আমি আর কথা বলছি না। সেদিন সে চায়লে অনেক কিছুই বলতে পারতো। আমার নাম না বলে ঘরে চোর এসেছে বলেও ব্যাপারটা ধামা চাপা দিতে পারতো।
Parent